অ্যান্ড্রয়েড অ্যাপে আসছে গুগলের ট্রান্সক্রিপশন ফিচার

১৪ মার্চ, ২০২২ ০১:৩৮  
ইউটিউবের ডেস্কটপ ওয়েবসাইটে বেশ আগে ট্রান্সক্রিপশন ফিচারটি চালু হয়েছে। দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে ফিচারটি খুবই কার্যকরী। স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপ্ট হওয়ার কারণে বিশেষ করে ঐ ভিডিওর মধ্যে বিশেষ কোনো মন্তব্য বা দরকারি কথাগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। এবার ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে ফিচারটি চাল হতে যাচ্ছে। ইতিমধ্যেই বেশকিছু ব্যবহারকারী নতুন এই ফিচারটি লক্ষ্য করেছেন বলে জানিয়েছে জিএসএম এরিনা। খবরে বলা হয়, ভিডিও বিবরণীতে ‘শো ট্রান্সক্রিপ্ট’ নামে একটি আলাদা বাটন রয়েছে। এটি অনেকটাই ডেস্কটপ সংস্করণের মতো, তবে মোবাইল ইউআই এর সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে। গুগলের অন্যান্য অ্যাপের মতোই এই আপডেট পেতে হয়তোবা সবাইকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তবে ধারাবাহিকভাবে সকলেই এই ফিচারটি উপভোগ করতে পারবেন। ডিবিটেক/বিএমটি